ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শান্তি সমাবেশ ঘিরে উপজেলা আওয়ামী লীগের দু'পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে রাজনৈতিক অঙ্গনে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে।

আগামীকাল শনিবার একই সময়ে উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের ফুটবল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের দু'পক্ষের শান্তি সমাবেশ করার কথা ছিল। আজ শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহির উদ্দিন চৌধুরী শাহান শান্তি সমাবেশ স্থগিত করার দলীয় সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

জানা যায়, রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুর রউফ তুহিনের নেতৃত্বে শাহপুর খেলার মাঠে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের প্রধান অতিথি থাকার কথা ছিল। পরে একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ জাহিদ হোসেন শাকিল ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মারুফ পক্ষ। প্রধান অতিথি হিসেবে ঘোষণা দেওয়া হয় স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের নাম। একই সময়ে একই স্থানে আওয়ামী লীগের দু'পক্ষের এমন পাল্টা সমাবেশ করার ঘোষণায় সংঘাতের আশঙ্কা দেখা দেয়।

দলের মুখপাত্র সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান বলেন, একটি ভুল বোঝাবুঝির কারণে পরিবেশ ঘোলাটে হয়েছিল। শান্তির লক্ষ্যে দুই নেতার সঙ্গে আলোচনা সাপেক্ষে বৃহস্পতিবার রাতে দলীয়ভাবে সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।