- সারাদেশ
- পরোয়ানাভুক্ত ২১ আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার
পরোয়ানাভুক্ত ২১ আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার

পরোয়ানাভুক্ত ২১ আসামি। ছবি-সমকাল
বেনাপোলে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে ২০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজাসহ বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- রিপন হোসেন, আরশাদ আলী, আওয়াল হোসেন, হাসেম আলী, চান মিয়া, গোলাম হোসেন, শাহ আলম, কালু মিয়া, মিলন বিশ্বাস, আব্দুর রাজ্জাক, সেলিম শেখ, মুক্তি, শাহীন, কোরবান ব্যাপারী, আলমগীর হোসেন, ফারুক হোসেন, রমজান আলী, রুবেল, হারুন অর রশিদ, মাসুদ রানা ও রূপন হাসান। সবার বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায়। তাঁদের মধ্যে ফারুক হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও হারুন অর রশিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁঁইয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিশেষ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন