- সারাদেশ
- ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

ফাইল ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় লতিফুল কবির নামের এক উপ-সহাকরী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের বাসিন্দা।
কোটচাঁদপুর থানার ওসি মইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপরে তিনি কোটচাঁদপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। উপজেলার ফুলবাড়ি গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজগর আলী জানান, নিহত লতিফুল কবির কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নে কর্মরত ছিলেন। দুপুর ১২টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন।
মন্তব্য করুন