- সারাদেশ
- রাইজিং স্টিল মিলের পরিচালক জসিম উদ্দিন গ্রেপ্তার
হাজার কোটি টাকা ঋণখেলাপি
রাইজিং স্টিল মিলের পরিচালক জসিম উদ্দিন গ্রেপ্তার

প্রায় ছয় বছর ধরে জসিম পালিয়ে বেড়াচ্ছিলেন বলে জানিয়েছে র্যাব - সমকাল
হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপির অভিযোগ থাকা রাইজিং স্টিল মিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ফেনী মডেল থানার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন ব্যাংকের ১ হাজার ১৪২ কোটি টাকার ঋণখেলাপির একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
র্যাব জানায়, গত ২৪ জানুয়ারি জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি ও তাঁদের প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। এতে জসিম উদ্দিনের নাম ছিল। জসিম কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছোট ভাই। তাঁর বাড়ি সীতাকুণ্ডের দক্ষিণ ভাটিয়ারি গ্রামে। তিনি ও তাঁর ভাই আসলাম ঋণখেলাপি প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিলের অন্যতম পরিচালক। তাঁদের আরেক ভাই আমজাদ হোসেন চৌধুরী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁর স্ত্রী জামিলা নাজনীন মওলা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
র্যাব জানায়, সংসদে ঋণখেলাপির তথ্য পেয়ে তাঁরা ছায়া তদন্ত শুরু করেন। তাঁরা তথ্য পান, জসিম উদ্দিনের বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংকের ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ১৭ জুলাই নগরীর হালিশহর থানায় দুদকের করা একটি মামলার বিচার চলছে। ওই মামলার পলাতক আসামি হিসেবে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এ ছাড়া জসিমের বিরুদ্ধে নগরের ডবলমুরিং ও সীতাকুণ্ড এবং ঢাকার মতিঝিল থানায় আরও ৭টি পরোয়ানা রয়েছে। এসব মামলায় প্রায় ছয় বছর ধরে জসিম পালিয়ে বেড়াচ্ছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, জসিমের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে ৭টি এবং অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে সীতাকুণ্ড থানায় একটিসহ ৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। গ্রেপ্তারের পর তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন