- সারাদেশ
- পাহাড়তলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন নওফেল
পাহাড়তলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন নওফেল

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে লাখ টাকা অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনকালে তিনি এ অনুদান দেন।
বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম, ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সওকত আলী, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়া, নগর যুবলীগ নেতা আসিফ মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন