চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে লাখ টাকা অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শুক্রবার ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনকালে তিনি এ অনুদান দেন।

পরে বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে মতবিনিময় সভা করেন নওফেল। তিনি বলেন, অগ্নিকাণ্ড মানুষকে সর্বস্বান্ত করে দেয়। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় তিনি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খাজনা মওকুফের ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।

বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম, ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সওকত আলী, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়া, নগর যুবলীগ নেতা আসিফ মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।