রাজশাহীর পুঠিয়ায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় কামাল হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ মোল্লাসহ চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কামাল হোসেন।

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কামাল হোসেন। প্রথমে জিডি করা হয়েছে। পরে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কামাল হোসেন অভিযোগ করেন, সৈয়দ করম আলী শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলীকে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার প্রতিবাদে বুধবার তাঁর নেতৃত্বে পুঠিয়া উপজেলা চত্বরে মানববন্ধন করা হয়। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যার পর তাঁর ওপর চায়নিজ কুড়াল, হাতুড়ি ও চাকু নিয়ে হামলা চালানো হয়। এ সময় তাঁকে হাতুড়িপেটা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ বিষয়ে আবদুস সামাদ মোল্লা দাবি করেন, একটি চায়ের দোকানে হালকা কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তখন রাজশাহীতে ছিলেন তিনি। পরে ঘটনা জানতে পারেন। এটি বিচ্ছিন্ন ঘটনা। এতে তাঁর সম্পৃক্ততা নেই।

এর আগে সৈয়দ করম আলী শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আবদুস সামাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় জিডি করেন প্রধান শিক্ষক কোরবান আলী।