- সারাদেশ
- খুলনায় সুফিজমবিষয়ক আন্তর্জাতিক ছবি প্রদর্শনী শুরু
খুলনায় সুফিজমবিষয়ক আন্তর্জাতিক ছবি প্রদর্শনী শুরু

প্রদর্শনী পরিদর্শন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রশিদ - সমকাল
আলোকচিত্রের মাধ্যমে সুফিজমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে খুলনায় শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ছবি প্রদর্শনী। শুক্রবার বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমির চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি এবং গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান।
দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) উদ্যোগে ও ইমেজ ঘর ফটোগ্রাফিক সোসাইটি এবং খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় আয়োজন করা হয়েছে এ প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। উদ্বোধনী দিনে সন্ধ্যায় প্রদর্শনী পরিদর্শন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক, উন্নয়ন) মো. আব্দুর রশিদ।
গত অক্টোবর ডিআইআরআইর আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি, গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন, সিলি সানাত সারাইয়ি ও চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় আয়োজন করা হয় আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা।
বিশ্বের ৫১টি দেশের ৭২৪ জন আলোকচিত্রী প্রতিযোগিতায় অংশ নেন। মোট দুই হাজার ৫৭৮টি ছবি থেকে চারটি ক্যাটাগরিতে ৫৯ জন আলোকচিত্রীর ১৫১টি ছবিকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতা থেকে ২০০টি ছবি বাছাই করা হয় প্রদর্শনীর জন্য। এসব নির্বাচিত ছবি নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনী।
আগামী ১৩ ফেব্রুয়ারি সমাপনীর দিন প্রেমের তরী সুফি সংগীতালয়ের উদ্যোগে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মাইজভাণ্ডারী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
মন্তব্য করুন