- সারাদেশ
- ক্রিকেট খেলা ঘিরে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি
ক্রিকেট খেলা ঘিরে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি

প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পীরগঞ্জ বাজার খেলার মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই সময়ে দুইপক্ষের ক্রিকেট খেলার আয়োজন ঘিরে সংঘর্ষ এড়াতে শুক্রবার এ বিধিনিষেধ আরোপ করে উপজেলা প্রশাসন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার পুটিজানা ইউনিয়নের বঙ্গবন্ধু ক্লাব ও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ বাজার খেলার মাঠে ক্রিকেট খেলার সময় ঘোষণা করে। একই সময়ে ক্লাব দুটি সময় ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।
ওসি বলেন, বিকেল থেকে ওই খেলার মাঠে অতিরিক্ত এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ১৪৪ ধারা জারি করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন