বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার। ইতোমধ্যে সমাবর্তনের আমেজ শুরু হয়েছে ক্যাম্পাসজুড়ে। নিবন্ধন করা গ্র্যাজুয়েটদের কস্টিউম, উপহার ও আমন্ত্রণপত্র বিতরণ শেষের পথে। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট মেরামতসহ বাহারি রং ও ফুলে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস।

জানা গেছে, গ্র্যাজুয়েটদের মাঝে উপহারসামগ্রী বিতরণ শুরু হয়েছে গত বৃহস্পতিবার সকাল থেকে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমাবর্তনের উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। সমাবর্তন ব্যাগে গাউন, ক্যাপ, হুড, খাবারের কুপন, স্মরণিকা, আইডি কার্ড এবং সমাবর্তনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। সমাবর্তন শেষে গ্র্যাজুয়েটদের গাউন ও হুড ফেরত দিতে হবে। গাউন, হুড ও সাময়িক সনদ ফেরত দিলেই মূল সনদ গ্রহণ করতে পারবেন গ্র্যাজুয়েটরা।

তবে সমাবর্তনের আয়োজন নিয়ে নানা রকম প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে গ্র্যাজুয়েটদের মাঝে। এই সমাবর্তনকে সাদামাটা আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা করছেন অনেকে। গ্র্যাজুয়েটদের অভিযোগ, সমাবর্তন উপলক্ষে যে উপহার ব্যাগ দেওয়া হয়েছে, তা খুবই নিম্নমানের। উপহারসামগ্রীর মধ্যে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য কিছুই নেই। নিবন্ধন ফি দিয়েও ভালো কিছু করা সম্ভব ছিল বলে দাবি তাঁদের। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবসিক হলগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করার জন্য কোনো বিশেষ উদ্যোগ নিতে দেখা যায়নি। সমাবর্তন অনুষ্ঠানের সফলতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন গ্র্যাজুয়েটরা।

সমাবর্তনে অংশ নেওয়া মাৎস্যবিজ্ঞান অনুষদের গ্র্যাজুয়েট শাহীন সরদার বলেন, 'প্রথম দিন গিয়ে সমাবর্তনের একটি ব্যাগে গাউন, হুড আর ক্যাপ পেয়েছি। দ্বিতীয় দিন দুপুরে গিয়ে আইডি কার্ড, স্মরণিকা ও খাবারের কুপন পেয়েছি।' তাঁর দাবি, অব্যবস্থাপনার জন্যই উপহারসামগ্রী নিতে দ্বিতীয়বার যেতে হয়েছে।

রেজিস্ট্রার ছাইফুল ইসলাম বলেন, বাজেট সংকটের জন্য এবারের আয়োজনে কিছুটা ঘাটতি রয়েছে। এ বছর তেমন কোনো স্পন্সর সংগ্রহ করা যায়নি বলেই অতিরিক্ত উপহারসামগ্রী দেওয়া সম্ভব হয়নি। বিগত সমাবর্তনে অনেক দাতা সংস্থা থাকলেও এবার বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে তেমন সাড়া পাওয়া যায়নি। গ্র্যাজুয়েটদের নিবন্ধন ফি সমাবর্তনের খাবার ও প্যান্ডেল সাজানোর কাজেই খরচ হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সমাবর্তনের মূল অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণপত্র ও আইডি কার্ড সঙ্গে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠান হবে।