চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত থেকে দশটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। ১ কেজি ১০০ গ্রাম ওজনের স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা আছে। শুক্রবার বিকেলে দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া নামক স্থান থেকে বার গুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক বলেন, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির একটি টহল দল সীমান্তের ৯২/১০ আর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। শুক্রবার বিকেলে মুন্সিপুর গ্রামের সরদারপাড়া নামক স্থান দিয়ে একজন চোরাকারবারী ভারতে স্বর্ণের বার পাচার করার জন্য আসে।

এ সময় চোরাকারবারী বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতে পালিয়ে যায়। কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সাদা-কালো রঙের তিনটি প্যাকেট পায় বিজিবি। প্যাকেট গুলো খুলে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। বারগুলোর ওজন ১ কেজি ১০০ গ্রাম। উদ্ধার স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দামুড়হুদায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধি অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে পাচার রোধে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।