- সারাদেশ
- ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু
ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু

ফাইল ছবি
খুলনার ডুমুরিয়াতে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শোভনা ইউনিয়নে গোপালপুর বিলের ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম আব্দুল গনি শেখ (৬৫)।
শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য জানান, একই এলাকার ছাদের আলীর ছেলে কোরবান আলী ইঁদুর মারতে তার ধান ক্ষেতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখে। শুক্রবার বিকেলে গনি শেখ ওই জমির ওপর দিয়ে তার জমিতে সার প্রয়োগ করতে গেলে তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন