নেত্রকোনার কলমাকান্দায় শেখ রবিন (২৮) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব।

শনিবার ভোরে কলমাকান্দা সদর ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।  

থানার ডিউটি অফিসার এএসআই মো. নুরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, আজ দুপুরের দিকে শেখ রবিনকে জেলা আদালতে পাঠানো হবে।