লৌহজংয়ে কবরস্থান থেকে মৃত ব্যক্তির হাড়গোড় এনে মাজার বানানোর জন্য খোঁড়া কবর গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ মানুষ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম কাজিরপাগলা গ্রামের সীতারামপুর এলাকায় বাড়ির গেট ভেঙে কবরটি গুঁড়িয়ে দেন স্থানীয়রা।

এলাকার খালেক শেখ জানান, মাওয়া পুরোনো ফেরিঘাট এলাকায় দেলা পাগলার মাজারে বার্ষিক ওরস হতো। তাঁর ভাই রাজা খন্দকার ১০ মাস আগে মারা গেলে তাঁকে মাওয়া চৌরাস্তা সংলগ্ন কুমারভোগ কবরস্থানে দাফন করা হয়। চার মাস আগে তাঁর ছেলে সিফাত খন্দকার দেড় কিলোমিটার দূরে জমি কেনেন। সেখানে আট ফুট উঁচু ইটের সীমানা প্রাচীর নির্মাণ করেন।

গত রোববার কিশোররা বাড়ির পাশে ক্রিকেট খেলতে গেলে বল ভেতরে চলে যায়। দেয়াল টপকে বল আনতে গিয়ে তারা ভেতরে কবর খোঁড়া দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে আসেন। তাঁরা মই বেয়ে খোঁড়া কবর দেখতে পান। খোঁজ নিয়ে জানতে পারেন, রাজা খন্দকারের কবরের হাড়গোড় এনে মাজার বানানোর সিদ্ধান্ত নিয়েছেন সিফাত।

এ নিয়ে ফুঁসে ওঠেন এলাকাবাসী। তাঁরা গত মঙ্গলবার থানায় অভিযোগ দেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, ইউপি চেয়ারম্যান বরাবর আবেদন করেন। মঙ্গলবার বিক্ষোভও করেন তাঁরা। পরে মাজার নির্মাণ করতে দেওয়া হবে না বলে প্রশাসন আশ্বস্ত করে।

স্থানীয়দের আশঙ্কা ছিল, খোঁড়া কবরে লাশের হাড়গোড় এনে দাফন করা হতে পারে। পরে শুক্রবার বাঁশের চাটাই ও ফালি খোঁড়া কবরে রেখে মাটি দিয়ে ভরাট করে দেন তাঁরা।

সিফাত ফকির বলেন, তিনি খোঁড়া কবর ভরাট করার বিষয়টি শুনেছেন। তবে ঘটনাস্থলে যাননি। পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন বলেন, তিনি কিছু জানেন না।