বাগেরহাটের মোংলায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার সকালে শহরের মামার ঘাট সংলগ্ন ১নং জেটি এলাকার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ দেখতে পেয়ে তারা থানায় খবর দেন। পরে মোংলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ভোরে কেউ নবজাতকের লাশটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।