- সারাদেশ
- কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় বাধা, গ্রেপ্তার
কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় বাধা, গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রায় পুলিশ বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নিয়েছে। সেই সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির এই কর্মসূচি থেকে এক কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে শনিবার বিএনপির দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জেও এ কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম অংশ নিয়েছেন সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পদযাত্রায়। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএম আফজল সদর উপজেলার বৌলাই ইউনিয়নের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন।
গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম হিমেল জানান, তার নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়ে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। পাশাপাশি আল মামুন নামে এক বিএনপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। এছাড়া হোসেনপুরের জিনারি ইউনিয়নের হাজীপুর বাজার এলাকায় পদযাত্রায় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ওসি আসাদুজ্জামান টিটুও উত্তেজনাকর পরিস্থিতির কথা স্বীকার করেছেন। এদিকে গোবিন্দপুরের পান বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান মানিক ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কাঞ্চনের নেতৃতে শান্তি সমাবেশ হয়েছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত অন্য কোথাও কেউ গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
মন্তব্য করুন