- সারাদেশ
- কুমারখালীতে বিএনপির পদযাত্রা ঘিরে আ.লীগের মহড়া
কুমারখালীতে বিএনপির পদযাত্রা ঘিরে আ.লীগের মহড়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) নেতাকর্মীরা ১০ দফা দাবিতে কুষ্টিয়ার কুমারখালীর বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন। সীমিত সংখ্যক নেতাকর্মীরা শনিবার সকাল থেকে উপজেলার যদুবয়রা, চরসাদিপুর, বাগুলাট, চাঁদপুর ও জগন্নাথপুর ইউনিয়নে কর্মসূচি পালন করেন। তবে প্রশাসনের চাপে নন্দনালপুর ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়ন গুলো পদযাত্রা কর্মসূচি পালন করতে পারেনি বলে জানা গেছে।
এদিকে কর্মসূচির নামে বিএনপি যেন জনগণের জান - মালের ক্ষয়ক্ষতি ও নাশকতা তৈরি করতে না পারে, সেই লক্ষ্যে সকাল থেকে উপজেলার ননন্দনালপুর, সদকী ও পান্টি ইউনিয়নে শান্তি সমাবেশ ও মহড়া দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অপরদিকে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলাকালীন সেনা শেখ (৩৫) নামের এক বিএনপির কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ওই কর্মী কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত সেনা শেখ উপজেলার চাদপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে ও ইউনিয়ন বিএনপির কর্মী।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া - রাজবাড়ী সড়কে আলাউদ্দিন নগর বাজার এলাকায় নন্দনালপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। কিন্তু সড়ক অবরোধ করে মহড়া শেষে সেখানে একই সময়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শান্তি সমাবেশের আয়োজন করে। সেজন্য ইউনিয়ন বিএনপির কর্মসূচি স্থগিত ঘোষণা করেন দলটির নেতারা। সেখানে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এ বিষয়ে নন্দনালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, সকালে আলাউদ্দিন বাজার এলাকায় তাদের পদযাত্রা কর্মসূচি ছিল। কিন্তু কর্মসূচি না করার জন্য রাতে তিন দফায় তার বাড়িতে পুলিশ গিয়ে হুমকি ধামকি দিয়েছেন। আর সকালে একই স্থানে আওয়ামী লীগ কর্মসূচি দেওয়ায় তিনি বিএনপির কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।
এদিকে, সকাল সাড়ে ৯ টার দিকে যদুবয়রা ইউনিয়ন জয়বাংলা বাজার এলাকায় প্রায় ৩০ - ৩৫ জন নেতাকর্মী নিয়ে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। তবে ওই ইউনিয়নে আওয়ামী লীগের কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয়নি। এ বিষয়ে যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ বলেন, শান্তিপূর্ণভাবে ১০ দফা দাবিতে তাদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির ১ নং সদস্য ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের পূর্ব কোনো নির্দেশনা না থাকায় তারা কোনো কর্মসূচি পালন করেননি।
জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে পান্টি বাজার এলাকায় অবস্থিত কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় বিএনপির একজন কর্মী সেনা শেখের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের নেতা কর্মীরা। তবে পান্টিতে বিএনপির কোনো কর্মসূচি অনুষ্ঠিত হয়নি।
এ ব্যাপারে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন বলেন, তাদের শান্তি সমাবেশ চলাচলীন নাশকতার পরিকল্পনা করতে যাচ্ছিলেন বিএনপির সেনা শেখ। সেসময় আওয়ামী লীগের কয়েক নেতাকর্মী তাকে প্রতিরোধ করতে গিয়ে সামান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
আহত বিএনপি কর্মী সেনা শেখ জানান, ব্যক্তিকাজে পান্টি বাজারে গিয়েছিলেন তিনি। সেখান আওয়ামী লীগের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে তাঁর মাথা ও কান রক্তাক্ত জখম হয়েছে। তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, তাদের কোনো কর্মসূচি ছিল না।
সকাল ১১ টার দিকে চরসাদিপুর বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে সাধারণ সম্পাদক গোলাম আজম বলেন, শান্তিপূর্ণ ভাবে তাদের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে শত শত নেতাকর্মীরা অংশ নিয়েছিল। এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন জানান, কেন্দ্রীয় কোনো নির্দেশনা না থাকায় তারা কোনো কর্মসূচি পালন করেনি।
এ বিয়ষে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক এ্যাডভোকেট শাতিল মাহমুদ জানান, পুলিশের চাপে উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে মাত্র পাঁচটি ইউনিয়নে কর্মসূচি পালন করেছেন তারা। পান্টিতে একজন কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান অরুন বলেন, কর্মসূচির নামে বিএনপির নাশকতা রুখে দিতে ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য তারা শান্তি সমাবেশ করেছেন। সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি - সম্পাকদের কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ নিরপেক্ষ ভূমিকায় রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূর্বশত্রুতার জেরে একটি ছোট্ট ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
মন্তব্য করুন