- সারাদেশ
- পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

নিহত মো. রাজিব। ছবি: সমকাল
কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. রাজিব (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরতলীর গোবিন্দপুর কাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকা অভিযোগে রাব্বি নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোর্শেদ।
জানা যায়, নিহত রাজিব গোবিন্দপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। তিনি স্থানীয় শিল্পনগরীর (বিসিক) একটি কারখানায় কাজ করতেন। আর আটক রাব্বিও গোবিন্দপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে রাব্বি একাই রাজিবকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা রাজিবকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার কথা জানান চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে রাব্বিকে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার এখনো মামলা দায়ের করেনি।
নিহতের ছোট ভাই রাকিব বলেন, ঘাতক রাব্বি ও তার সহযোগীরা মাদকসেবন ও বিক্রির সঙ্গে জড়িত। এ নিয়ে তার ভাই প্রতিবাদ করায় একাধিকবার তার ওপর হামলা চালানো হয়। এই বিরোধের জেরে শুক্রবার রাতে রাজিবকে ছুরিকাঘাত করা হয়।
মন্তব্য করুন