ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ১০ কেজি গাঁজাসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে পৌরসভার ৯নং পূর্ব ছাগলনাইয়া ওয়ার্ডের স্বর্ণ কফিলের বাড়ি থেকে এ গাঁজা জব্দ করা হয়। 

ওসি সুদ্বীপ রায় পলাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় মাদক সেবন ও কেনাবেচা বেশি হয়ে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার  পৌরসভার ৯নং পূর্ব ছাগলনাইয়া ওয়ার্ডের স্বর্ণ কফিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ ১৬ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে। সে দীর্ঘ দিন ধরে মাদক বহনের সঙ্গে জড়িত। মাদক বিক্রেতাদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। 

আটক কিশোরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।