বগুড়ার সোনাতলায় বিএনপির পদযাত্রা থেকে ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর, জোড়গাছা ও মধুপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে তিন ইউনিয়ন বিএনপির সভাপতিও রয়েছেন। 

বিএনপির নেতারা জানিয়েছেন, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পক্ষ থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রা থেকে বিএনপির ১৪ জন নেতাকর্মীকে আটক করা হয়। আটক নেতাদের মধ্যে রয়েছেন মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মমিনুল ইসলাম স্বপন, সদর ইউনিয়নের যুগ্ম সম্পাদক রুবেল সরকার, মিজানুর রহমান প্রমুখ।

আটকের বিষয় নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান। 

তিনি জানান, সড়ক অবরোধ করে বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা করছিলেন। পুলিশ বাধা দিলে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এসময় ১৪ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেএম হুমায়ন কবির বলেন, ‘পুলিশ অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের আটক করেছে। অন্তত ১৫ নেতাকর্মীদের তারা থানায় নিয়ে গিয়েছে। আটকদের মধ্যে তিন ইউনিয়ন বিএনপির সভাপতিও রয়েছেন।’