লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় মিনার হোসেন (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে উপজেলায় লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের বাউরা ইউনিয়নের বাউরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনার হোসেন বাউরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড নবীনগর গ্রামের বাদশা মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে মিনার হোসেন উপজেলার বাউরা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের বাউরা বাজার এলাকায় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এতে মিনার হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন। এ সময় ট্রাক তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই নিহত হন মিনার। খবর পেয়ে হাতীবান্ধার উপজেলা হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

হাতীবান্ধার উপজেলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও তার সহকারী পালিয়েছেন।