কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের ইট-পাটকেল নিক্ষেপ ও গুলির অভিযোগ উঠেছে। পরে দুুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার হ্নীলা ইউনিয়নের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হ্নীলা স্টেশন এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘পদযাত্রা’ পালিত হয়। এসময় হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর ইট পাটকেল ছোঁড়েন এবং গুলি চালান। পরে উভয় দলের নেতাকর্মীরা পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। 

এ বিষয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘জেলা বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরীর ইন্ধনে আমাদের ওপর হামলা চালানো হয়। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের ‘শান্তি সমাবেশে’ বিএনপির নেতাকর্মীরা আগে হামলা চালান। আত্মরক্ষার্থে আমি উপরের দিকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করি। তাদের হামলায় আমাদের ১০-১২ দলীয় নেতাকর্মীরা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।’ 

হামলার অভিযোগ অস্বীকার করে টেকনাফ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন শেষে ফিরছিলেন। এমন সময় ইউপি চেয়ারম্যান রাশেদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করেন তারা। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।’ 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’