- সারাদেশ
- চট্টগ্রামে মিছিল থেকে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে মিছিল থেকে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় মিছিল থেকে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে থানার চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় তত্ত্বাবধায়ক সরকার, বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধনের দাবী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াত-শিবির এ বিক্ষোভ মিছিল করে। মিছিল শুরু হলে পুলিশ নেতাকর্মীকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটক করা হয়।
বাকলিয়া থানার এসআই বেলাল উদ্দিন বলেন, সকালে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। আটকের পর তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
মন্তব্য করুন