চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমকালের নারী সাংবাদিককে শারীরিকভাবে হেনস্তা এবং আন্দোলনরত চারুকলা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন সদস্যের এ তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে দেশনেত্রী খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেলকে।

কমিটির অপর দুই সদস্য হলেন, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেবনাথ এবং সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আহসানুল কবির। শনিবার এ কমিটি গঠন করা হয়।

চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম জানান, চারুকলা শিক্ষার্থীদের ওপর হামলা এবং সাংবাদিক হেনস্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। চবি উপাচার্যের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সাংবাদিক হেনস্তার ঘটনায় কিছুদিন আগেও দুইজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছি। অপরাধীদের প্রশ্রয় দেওয়া হবে না। অভিযুক্তদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।

পেশাগত দায়িত্ব পালনকালে গত ৯ ফেব্রুয়ারি ছাত্রলীগের কয়েকজন কর্মী হেনস্তা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক সমকালের চবি প্রতিনিধি মারজান আক্তারকে।