গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক্টর-অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাঝিপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রীমি পরিবহন ও গাইবান্ধা হতে পলাশবাড়ীগামী ট্রাক্টর (কাকড়া) এবং অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন। তারা দুজনই অটোভ্যানের যাত্রী। 

স্থানীয়দের সহযোগিতায় পলাশবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজার এলাকার শান্ত (৩২) ও একই উপজেলার নড়াইল গ্রামের বাসিন্দা সেলিম মিয়া (৪০)। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।