- সারাদেশ
- আন্দোলনের নামে হত্যা করলে বিএনপিকে রাস্তায় নামতে দেবো না: কামাল হোসেন
আন্দোলনের নামে হত্যা করলে বিএনপিকে রাস্তায় নামতে দেবো না: কামাল হোসেন

ছবি: সমকাল
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, আমরা চাই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক অধিকার মিছিল, আন্দোলন সংগ্রাম করুক। কিন্তু আন্দোলনের নামে কেউ যদি মানুষ হত্যা ও বিশৃঙ্খলা করে তাহলে তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হবে না। যারা নির্বাচন প্রতিরোধের নামে ১৩১ জন লোককে হত্যা করেছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিল, তারা যদি এবারও সেই স্বপ্ন দেখে তা বাস্তবায়ন হবে না।
তিনি বলেন, এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, এই সুযোগ দেওয়া হবে না। সে কারণে আমাদের কর্মীদের ঐক্যবদ্ধ করার জন্য আমরা তৃণমূল পর্যায়ে নিয়মিত সভা-সমাবেশ ও মিছিল করছি। তবে কাউকে বাধা দেওয়ার জন্য নয়। যদি কেউ আন্দোলনের নামে কারও গায়ে হাত দেয়, ওই হাত সেই এলাকার জনগণ ভেঙে দেবে।
তিনি শনিবার দুপুর একটায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি জানে জনগণের ভোটে তারা ক্ষমতায় যাবে না। তারা জানে শান্তিপূর্ণ সমাবেশ করলে কেউ বাধা দেবে না। বিএনপি চাচ্ছে রক্ত। তারা তাদের কর্মীদের সেইভাবে উত্তেজিত করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। মিথ্যা কথার ফুলঝুরি দিয়ে নয়। তাই আগামী দিনে আওয়ামী লীগের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
মন্তব্য করুন