- সারাদেশ
- নতুন শিক্ষাক্রম প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপের ফসল: কাজী জাফর উল্লাহ্
নতুন শিক্ষাক্রম প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপের ফসল: কাজী জাফর উল্লাহ্

দেশের শিক্ষাব্যবস্থায় নতুন শিক্ষাক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের ফসল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ্। তিনি বলেন, এই নতুন শিক্ষাক্রম ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, স্মার্ট ও সমৃদ্ধ করবে, আমরা উন্নত জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করব। তাঁর নির্দেশে এবার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নিরলস কাজ করছে আওয়ামী লীগ সরকার। এ জন্য তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ।
প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের তত্ত্বাবধানে ও বিদ্যালয়ের সভাপতি জোবায়দা মাহবুব লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনও আজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত উল্লাহ সাকলায়েন, শ্রমবিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ।
মন্তব্য করুন