- সারাদেশ
- নাবিল পরিবহনে যাত্রীর কাছে মিলল ২০ স্বর্ণবার, গ্রেপ্তার ২
নাবিল পরিবহনে যাত্রীর কাছে মিলল ২০ স্বর্ণবার, গ্রেপ্তার ২

ছবি: সমকাল
নীলফামারীর সৈয়দপুরে নাবিল পরিবহনে অভিযান চালিয়ে দুই কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ দু'জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার দুপুরে রংপুর-সৈয়দপুর মহসড়কের কামারপুকুর এলাকায় তাঁদের তল্লাশি করে প্যান্টের বেল্টে লুকিয়ে রাখা এসব স্বর্ণবার জব্দ করা হয়। যার বাজারমূল্য ২ কোটি টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার নূরুল উল্লাহর ছেলে মোহাম্মদ উল্লাহ এবং একই এলাকার সুমন আলীর ছেলে আব্দুর রহিম। স্বর্ণের বারগুলো নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলেন তাঁরা। মামলা দিয়ে দু'জনকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী কার্যালয়ের উপপরিচালক শরীফ উদ্দীন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা মূলত স্বর্ণ পাচারকারী চক্রের বাহক। ওই দিন ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ছেড়ে আসা নাবিল পরিবহনে মাদকের অভিযান চালানো হয়। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁদের শরীর তল্লাশি করে স্বর্ণবার পাওয়া যায়।
মন্তব্য করুন