রংপুরের মিঠাপুকুরে করোনাভাইরাসের মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। টিকার মেয়াদের তারিখ বাড়ানো হয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে গিয়ে দেখা যায়, কনফারেন্স হল রুমে করোনার চতুর্থ ডোজের টিকাদান চলে। এ সময় ফাইজারের টিকা দেওয়া হয়। টিকার শিশির গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ ১১/২০২২ লেখা। অর্থাৎ ২০২২ সালের নভেম্বর মাসে টিকার মেয়াদ শেষ হয়েছে।

উপজেলার চিথলী উত্তরপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহমুদুন্নবী রাখু জানান, টিকা নেওয়ার পর জানতে পারেন টিকার মেয়াদ শেষ হয়ে গেছে। এতে দুশ্চিন্তা বেড়ে যায়। তাঁর স্ত্রীও এ টিকা নিয়েছেন।

শফিকুল ইসলাম নামে এক যুবকের দাবি, স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভিড়ের মধ্যে টিকা নিয়েছেন। পরে দেখেন তা মেয়াদোত্তীর্ণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেবুল ইসলাম এর সত্যতা স্বীকার করে বলেন, ফেব্রুয়ারি মাসের শুরু থেকে চতুর্থ ডোজের টিকা দেওয়া হচ্ছে। টিকার মেয়াদ শেষ হয়েছে। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ফাইজারের টিকার মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। এই টিকা নিতে সমস্যা নেই।