আরও সাশ্রয়ী দামে হালকা ওজনের ক্যামেরাসমৃদ্ধ ড্রোন এনেছে ডিজেআই। মিনি ২ এসই নামের এ ড্রোনটির ওজন ২৪৬ গ্রাম। হাতের তালুতে রাখা যায়, এমন খুদে আকৃতির ড্রোনটি এইচডি ভিডিও ধারণ করতে পারে। এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ফিচার। এটি এক চার্জে কমপক্ষে আধাঘণ্টা উড়তে পারে।