- সারাদেশ
- চাকরির কথা বলে খুলনায় নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
চাকরির কথা বলে খুলনায় নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
ইটভাটায় রান্নার চাকরির কথা বলে খুলনায় নিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার তাকে কয়রা উপজেলার একটি গ্রাম থেকে থেকে খুলনার জিরোপয়েন্ট এলাকায় নিয়ে আসেন তারই গ্রামের ডালিম নামের এক প্রতিবেশী। সোমবার ভোরে জিরোপয়েন্টের ফাতেমাবাগ এলাকার একটি বাড়িতে চারজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন বলে জানা গেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ওসিসির ফোকাল পার্সন ডা. অঞ্জন চক্রবর্তী সমকালকে জানান, ভুক্তভোগীকে কিছু পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আরও কিছু পরীক্ষা করা হবে।
ভুক্তভোগীর বরাত দিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা আকবর হোসেন জানান, ইটভাটায় রান্নার চাকরির কথা বলে রোববার দুপুরে ওই নারীকে খুলনায় নিয়ে আসেন ডালিম নামে গৃহবধূর এক প্রতিবেশী। রাতে খুলনায় পৌঁছে ফাতেমাবাগ এলাকার এক বাড়িতে তাকে রাখা হয়। ভোর রাতে ডালিমসহ চারজন তাকে ধর্ষণ করেন। সকালে গৃহবধূ ওই বাড়ি থেকে পালিয়ে রাস্তায় চলে আসেন। তখন স্থানীয় কয়েকজন মিলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। ওই গৃহবধূ ডালিম ছাড়া বাকিরা কারা সেটা বলতে পারেননি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. অঞ্জন চক্রবর্তী সমকালকে জানান, হাসপাতালেও ওই নারী একই তথ্য দিয়েছেন।
নগরীর জিরোপয়েন্ট ও ফাতেমাবাগ এলাকা খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানার আওতাধীন। বিকাল সাড়ে ৪টায় লবণচরা থানার ওসি এনামুল হক জানান, এখনও ধর্ষণের কোনো সংবাদ পাইনি। খোঁজ নিয়ে দেখছি ঘটনা কী।
মন্তব্য করুন