চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৯টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ এবং সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ।

রোববার রাত সাড়ে ৩টার দিকে ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করা হয়। সমিতির মিলনায়তনে পাঁচ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে চার হাজার ১৪৫ জন ভোট দিয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে নির্বাচনে সমন্বয় পরিষদ ও ঐক্য পরিষদের ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী দুই হাজার ৬৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের এ এস এম বজলুর রশিদ মিন্টু দুই হাজার ২৮০ ভোট পেয়ে জয় পেয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের সেকান্দর চৌধুরী, সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের আবদুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোশারফ হোছাইন, পাঠাগার সম্পাদক পদে সমন্বয় পরিষদের মোহাম্মদ ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্য পরিষদের খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক পদে ঐক্য পরিষদের ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ঐক্য পরিষদের অলি আহমদ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্যের ১১টি পদের ছয়টিতে সমন্বয় পরিষদ ও পাঁচটিতে ঐক্য পরিষদ জয় পেয়েছে।