- সারাদেশ
- সুন্দরবনে জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা
সুন্দরবনে জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা

সুন্দরবন। ফাইল ছবি
অনির্দিষ্ট কালের জন্য পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ও কদমতলা স্টেশন দিয়ে জেলেদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে সুন্দরবনে প্রবেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়।
বনবিভাগের দাবি, বাঘ গণনার জন্য ক্যামেরা বসাতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের মধ্যে কোবাদক ও বুড়িগোয়ালীনি স্টেশন দিয়ে জেলেরা সুন্দরবনে যেতে পারবেন। ক্যামেরা বসানোর কাজ শেষ হলে অপর দু’টি স্টেশন দিয়ে সুন্দরবনে প্রবেশ করা যাবে।
এদিকে মঙ্গলবার সাতক্ষীরা রেঞ্জের ছোট কেয়াখালী ও পুষ্পকাটি এলাকা থেকে তিনটি নৌকাসহ তিন জেলেকে আটক করে বনবিভাগ। সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের সময় তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের আব্দুল হক, আলাউদ্দীন ও সালাউদ্দীন। এসময় পরিত্যক্ত অবস্থায় মাছ শিকারের বড়শি, কিছু সুন্দরী গাছের কাঠসহ তিনটি নৌকা জব্দ করা হয়।
আটক জেলেদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হলেও অপ্রাপ্ত বয়স্ক সালাউদ্দীনকে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন