- সারাদেশ
- কক্সবাজারে হোটেল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
কক্সবাজারে হোটেল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী
কক্সবাজারের বাজারঘাটা এলাকায় একটি আবাসিক হোটেল থেকে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘সি বার্ড’ নামে একটি হোটেলের ৩১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জেসমিন আক্তার বাগেরহাটের মোস্তাফিজুর রহমানের স্ত্রী। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী মোস্তাফিজ স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার শহরের বাজারঘাটায় আবাসিক হোটেল ওঠেন জেসমিন আক্তার ও তার স্বামী মোস্তাফিজুর রহমান। বুধবার দুপুরে স্বামী রুমের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। হোটেল কর্মচারীরা রুমের ভেতর আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কিন্তু সাড়াশব্দ না পেয়ে হোটেল থেকে পুলিশকে খবর দেওয়া হয়।
ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সিআইডির একটি অপরাধ টিম ঘটনাস্থলে আসে। তথ্য নেওয়া শেষ হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী মোস্তাফিজ স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন।
মন্তব্য করুন