- সারাদেশ
- নাশকতার মামলায় আসলাম চৌধুরীর বিচার শুরুর আদেশ
নাশকতার মামলায় আসলাম চৌধুরীর বিচার শুরুর আদেশ

ফাইল ছবি
আজ বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শরিফুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
দুই মামলাতেই অভিযোগপত্র জমা দেওয়ার প্রায় সাড়ে সাত বছর পর অভিযোগ গঠন করা হলো। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ৫৮ জন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ২০১৩ সালের ১৭ নভেম্বর ও ২৪ ডিসেম্বর সীতাকুণ্ড থানায় মামলা দুটি করা হয়। দুই মামলায়ই আসলাম চৌধুরীকে আসামি করা হয়।মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৬ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার বটতল এলাকায় আসলাম চৌধুরীর নির্দেশে বিএনপি নেতাকর্মীরা গাড়িতে আগুন দেয়। বাধা দিলে পুলিশের ওপর হামলা চালায় তারা।
এ সময় পুড়ে যাওয়া তিনটি গাড়ি উদ্ধার করে পুলিশ। ঘটনার পরের দিন ১৭ নভেম্বর সীতাকুণ্ড থানার এসআই সফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত করে ৪৭ জনকে অভিযুক্ত করে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের মধ্যে ২৪ জন পলাতক এবং জামিনে আছেন ২৩ জন।
অন্যদিকে একই বছরের ২৩ ডিসেম্বর হরতালের সময় সীতাকুণ্ডের মাদামবিবিহাট এলাকায় দোকান ও বস্তিঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগে পরের দিন অন্য মামলাটি দায়ের করেন এসআই মিজানুর রহমান।
ওই মামলায় ৫৮ জনকে আসামি করে বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে আদালতে দুটি অভিযোগপত্র জমা দেওয়া হয়। আসামিদের মধ্যে ৫৫ জন জামিনে এবং তিনজন পলাতক আছেন।
মন্তব্য করুন