গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার দুদককে এ আদেশ দেন। এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

অন্যদিকে জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন আইনজীবী সারোয়ার হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রকাশিত ওই প্রতিবেদন যুক্ত করে গাজীপুর সিটি করপোরেশন এলাকার পশ্চিম ভিরুলিয়ার বাসিন্দা আব্দুর রহিম সরকার হাইকোর্টে এ রিট করেন। এর পাশাপাশি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনাও চাওয়া হয়।