রাজবাড়ীর গোয়ালন্দে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা ফকীর আ. জব্বার স্কুল ও কলেজ প্রাঙ্গনে সুরক্ষা উপকরণ সংরক্ষিত এসব হাইজিন কর্ণারের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে কেকেএস ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

স্কুলগুলো হলো গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা বিদ্যালয়, গোয়ালন্দ প্রোপার হাই স্কুল, বীরমুক্তিযোদ্ধা ফকীর আ. জব্বার গার্লস স্কুল ও সাহাজদ্দিন মন্ডল ইন্সটিটিউট।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী জেলা পরিষদের সাবেকচেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, গোয়ালন্দ শহীদস্মৃতি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবাইরা হুর,  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রমুখ।

কিশোরী মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরামর্শ হাইজিন কর্ণারের সমন্বয় করবেন প্রতিটি বিদ্যালয়ের একজন নারী শিক্ষক।