- সারাদেশ
- জ্ঞান তখনই পূর্ণতা পায়, যখন এ নিয়ে গবেষণা থাকে: খুবি উপাচার্য
জ্ঞান তখনই পূর্ণতা পায়, যখন এ নিয়ে গবেষণা থাকে: খুবি উপাচার্য

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন - সমকাল
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, জ্ঞান তখনই পূর্ণতা লাভ করবে, যখন এর ওপর কোনো গবেষণা থাকবে। ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রটা একটু ভিন্ন। তবে এর প্রতিটি জায়গায় গবেষণার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের গবেষণার পাশাপাশি প্রকাশনার দিকেও গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার খুবির ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের উদ্যোগে 'রিসার্চ মেথডস অ্যান্ড থিসিস রাইটিং' শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, গবেষণার লক্ষ্যে সমস্যা কীভাবে খুঁজে বের করা যায়, এটা নিয়ে ভাবতে হবে। বিশেষ করে দৈনিক সংবাদপত্রের প্রতিটি পাতায় সমস্যার সংবাদ পাওয়া যায়। এখানে মনযোগ দিয়ে দেখতে হবে- কী কী বিষয় নিয়ে গবেষণা করা যায়। এখান থেকে আমরা গবেষণার বিষয়বস্তুও পেয়ে যাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুন্নবী। বিভাগ প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. এস এম তৌহিদুর রহমান। কর্মশালায় সাতটি ভিন্ন বিষয়ে সেশনে অংশ নেন ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মন্তব্য করুন