- সারাদেশ
- জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রীর কাছে ৮ সদস্যের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া
জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মন্ত্রীর কাছে ৮ সদস্যের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকারের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন পরিষদের সদস্যরা। এ নিয়ে পরিষদের নির্বাচিত ৮ সদস্য গত ৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার জেলা পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের কাছে একে শিশুসুলভ বলে অভিহিত করেন।
পরিষদের ওই অভিযোগে বলা হয়েছে, জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের সিদ্ধান্ত ছাড়াই উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুকূলে অর্থ বরাদ্দ করেছেন চেয়ারম্যান আল-মামুন সরকার। তিনি নিজ ক্ষমতাবলে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ৪ লাখ, মেয়রকে ৪ লাখ ও ইউপি চেয়ারম্যানকে ৩ লাখ টাকা করে বরাদ্দের বিভাজন করেছেন। এটি স্থানীয় সরকার বিভাগের অনুমোদিত রাজস্ব তহবিল ও এডিপির বরাদ্দের ব্যবহার নীতিমালা ২০২২-এর পরিপন্থি।
এ ছাড়া এডিপি ও রাজস্ব খাতের অর্থে জেলা পরিষদের আওতাধীন সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে জনসংখ্যার সংখ্যানুপাতে প্রকল্প গ্রহণ ও অনুমোদন দিতে হয়। এটিও লঙ্ঘন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে গতকাল জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি পক্ষ আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এখনও প্রকল্প পাস কিংবা অর্থ বরাদ্দ হয়নি। তাহলে অনিয়ম হলো কোথায়? তিনি আরও বলেন, জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়ম রোধে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্প প্রস্তাব নির্ধারিত ছকে দিতে বলায় তাঁদের আঁতে ঘা লেগেছে। তাঁদের অভিযোগ শিশুসুলভ।
মন্তব্য করুন