- সারাদেশ
- মঈনের বাংলাদেশ সফর বিশ্বকাপের ‘বিনিয়োগ’
মঈনের বাংলাদেশ সফর বিশ্বকাপের ‘বিনিয়োগ’

বিপিএল মঈন আলী। ছবি: কুমিল্লার ফেসবুক থেকে নেওয়া
ইংল্যান্ডের বেশ ক’জন ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ আসবেন না তারা। ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার মঈন আলীরও পিএসএলে খেলার কথা ছিল। তবে পিএসএলে না গিয়ে বাংলাদেশে এসে বিপিএল খেলেছেন তিনি।
আগামী ১ মার্চ থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজের দলে আছেন মঈন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে যাতে মানিয়ে নিয়ে ভালো খেলতে পারেন সেজন্য পিএসএলে যাননি তিনি। চলতি বছরের অক্টোবরে ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আছে। মঈন বাংলাদেশ সিরিজে ভালো খেলে বিশ্বকাপ দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।
বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জিতে বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওই চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। এরপর বিপিএল ও বাংলাদেশ সফর নিয়ে ডানহাতি স্পিনার ও বাঁ-হাতি ব্যাটার মঈন বলেছেন, ‘বিপিএলে মাত্র দুই ম্যাচ খেলতে পেরেছি। আমার কাছে উইকেট ভালো মনে হয়েছে। আমি জানি, এখানে আমাদের সিরিজ আছে এবং সামনে বিশ্বকাপ আছে। আমি বিশ্বকাপ দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে খেলতে আসার এটা একটা কারণ। আশা করছি, বিপিএল সহায়তা করবে।’

বাংলাদেশ ঘরের মাঠে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। স্পিনে এখানে বড় দলের মুখ থুবড়ে পড়ার নজির কম নয়। সম্প্রতি ভারতও সিরিজ হেরে গেছে। মঈনও বাংলাদেশকে শক্তিশালী মনে করছেন। তবে কন্ডিশন জয় করে ভালো খেলার বিষয়েও আত্মবিশ্বাসী তিনি।
মঈন বলেন, ‘এখানে খেলা কঠিন, ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। আমরাও ভালো দল। কন্ডিশন বড় বিষয় নয়। আমাদের ভালো ক্রিকেটার আছেন এবং এমন কন্ডিশনে আমরা অনেক ক্রিকেট খেলেছি। ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে শিখেছি। উইকেট ভালো হলেও মানিয়ে নিতে হবে। উইকেট খারাপ হলেও মানিয়ে নেওয়ার জন্য ভালো দল আছে আমাদের।’
মন্তব্য করুন