- সারাদেশ
- তহবিলের টাকা লুট, কর্মকর্তার গাড়িচালক গ্রেপ্তার
তহবিলের টাকা লুট, কর্মকর্তার গাড়িচালক গ্রেপ্তার

প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের (তহবিল) আড়াই কোটি টাকা লুটের মামলায় মো. হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পিবিআই। বৃহস্পতিবার তাঁকে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মো. হোসেন বোর্ডমিল কাঁঠালতলা এলাকার লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগের নির্বাহী তারিক ইয়ার খানের গাড়িচালক।
শুক্রবার পিবিআইয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গাজীপুর পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. হোসেন বৃহস্পতিবার গাজীপুর আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি ওই টাকা লুটে জড়িত চক্রের বিস্তারিত উল্লেখ করেন।
সংশ্নিষ্ট সূত্র জানায়, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের হিসাব-নিকাশ দেখাশোনার দায়িত্বে ছিলেন তারিক ইয়ার খান। তাঁর হাত দিয়েই টাকার লেনদেন হতো। এক পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্দেহবশত তারিক ইয়ার খানকে প্রভিডেন্ট ফান্ডের হিসাব-নিকাশ দিতে বলেন। ২০২১ সালের ২৪ আগস্ট তিনি কৌশলে কারখানা থেকে পালিয়ে যান।
পরে মালিকপক্ষ জানতে পারে, তারিক ইয়ার খান শ্রমিকদের নামে চেক ইস্যু করে তাঁর সহযোগী মতিয়ার রহমান, মইন উদ্দিন, মো. বাবু, হোসেন আলীসহ অন্যদের মাধ্যমে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা লুট করেন। এ ঘটনায় ২০২১ সালের সেপ্টেম্বরে কারখানার ডেপুটি ব্যবস্থাপক (প্রশাসন) মো. সবুজ মিয়া মামলা করেন। আদালতের নির্দেশে তা তদন্ত করে গাজীপুর পিবিআই।
পরে প্রধান আসামি তারিক ইয়ার খানের গাড়িচালক মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে জানিয়েছেন, তারিক ইয়ার খান তাঁর মাধ্যমে ২ কোটি ৫০ লাখ টাকা বহন করিয়েছেন।
মন্তব্য করুন