- সারাদেশ
- মুক্তাগাছা আ'লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
মুক্তাগাছা আ'লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

মুক্তাগাছা শহরের আটানি বাজার এলাকায় শুক্রবার রাতে আ'লীগ নেতাকর্মীদের বিক্ষোভ - সমকাল
মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যার পর শহরের আটানি বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।
মিছিলে অংশ নেন সাবেক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বি এম জহিরুল হক জহির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান মশিউর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বছির উদ্দিন, বিল্লাল হোসেন মণ্ডল, আমিনুল ইসলাম, আক্রাম হোসেন জনি প্রমুখ। এর আগে আটানি বাজার এলাকায় কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা করা হয়।
মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয় ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর। ওইদিন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে সভাপতি ও পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর দীর্ঘ ১৭ মাস পর গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি দেয় জেলা কমিটি। এটি ফেসবুকে প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। তাঁরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ কমিটিকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে বাতিলের দাবি জানান। অন্যথায় তাঁরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন। বিশেষ করে এ কমিটিতে প্রবীণ আওয়ামী লীগ নেতা হোসেন আলী সরকারকে কৌশলে কলম দিয়ে কেটে প্রকাশ করায় সমালোচনার ঝড় ওঠে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ বলেন, ঘোষিত কমিটিতে ত্যাগী ও প্রবীণ নেতাদের কৌশলে বাদ দেওয়া হয়েছে। এ কমিটিতে যুদ্ধাপরাধী, জামায়াত-বিএনপি পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম জানান, কয়েকজন ত্যাগী নেতাকে অন্তর্ভুক্ত করার কথা বলা হলেও বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া সহসভাপতি পদ থেকে একজন প্রবীণ নেতাকে কলম দিয়ে কেটে বাদ দেওয়ার বিষয়ে কিছুই জানেন বলে দাবি তাঁর।
মন্তব্য করুন