- সারাদেশ
- ছাগলনাইয়ায় ছিনতাইকালে রোহিঙ্গা আটক
ছাগলনাইয়ায় ছিনতাইকালে রোহিঙ্গা আটক

প্রতীকী ছবি
ফেনীর ছাগলনাইয়ায় ছিনতাই করার সময় এক রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার পৌরসভার জিরো পয়েন্টে মোবাইল ছিনতাই করার সময় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক ওই রোহিঙ্গার নাম আব্দুর রহিম(৩০)। তিনি মায়ানমারের আশুরর্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া কুতুবপালং ক্যাম্প থেকে পালিয়ে ছাগলনাইয়ায় আসেন।
ওসি সুদ্বীপ রায় পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছিনতাইকালে রহিম নামে এক রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। তাকে উখিয়া ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
মন্তব্য করুন