- সারাদেশ
- কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য দিলেন হবিগঞ্জের তৎকালীন ম্যাজিস্ট্রেট
এ পর্যন্ত ৪৮ জনের সাক্ষ্যগ্রহণ
কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য দিলেন হবিগঞ্জের তৎকালীন ম্যাজিস্ট্রেট

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া (ফাইল ফটো)
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় সাক্ষ্য দিয়েছেন হবিগঞ্জের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বর্তমানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। রোববার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিকের আদালতে তিনি সাক্ষ্য দেন। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় শফিকুর রেজা বিশ্বাস তিন আসামি জয়নাল আবেদীন মুমিন, জমির আলী ও তাজুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেছিলেন।
এ পর্যন্ত মামলায় ৪৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের পিপি অ্যাডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল। তিনি জানান, আদালতে সাক্ষ্য দেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জিকে গৌছসহ ১৭ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী ১৯ মার্চ ধার্য করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, রোববার কিবরিয়া হত্যা ও বিস্ফোরক (দায়রা ১১/২০০৬ ও ২৩/২০০৫) মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যায়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ মারা যান ৫ জন। একাধিক তদন্তের পর ২০১৪ সালের ১৩ নভেম্বর হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সম্পূরক চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
এতে নতুন করে লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩৫ জনকে আসামি করা হয়। পরবর্তীতে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে স্থানান্তর এবং ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর একই আদালতে বিচার শুরু হয়। দীর্ঘদিন ধরে মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। মামলার ৩৫ আসামির মধ্যে জামিনে রয়েছেন সিলেট সিটি মেয়রসহ ১২ জন, পলাতক ৫ জন এবং বাকিরা কারাগারে রয়েছেন।
মন্তব্য করুন