ভিভো এবার বাজারে আনতে যাচ্ছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন 'এক্স ৯০ প্রো' মডেল। ডিভাইসটির ক্যামেরায় যুক্ত হচ্ছে সনির বিখ্যাত কার্ল জেইস অপটিকস প্রযুক্তি। ডিভাইসটির পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ; যার প্রধানটি ৫০ মেগাপিক্সেলের। ক্যামেরায় আরও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ নাইট ভিউ ফিচার। ডুয়াল ফ্ল্যাগশিপ চিপের ডিভাইসটিতে থাকবে ৬.৮ ইঞ্চি এফএইচডি অ্যামোলেড ডিসপ্লে, ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ৪৭৫০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটির আন্তর্জাতিক বাজারদর ১ হাজার ১৭৫ ডলার।