- সারাদেশ
- কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ সদস্য কারাগারে
কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ সদস্য কারাগারে

শিবলু মিয়া
হবিগঞ্জের চুনারুঘাটে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় শিবলু মিয়া নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার তাকে সিলেট থেকে গ্রেপ্তারের পর বিকেলে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার শিবলু মিয়া উপজেলার দুধপাতিল গ্রামের রমিজ উল্লাহর ছেলে। তিনি সিলেট পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
চুনারুঘাট থানার এসআই প্রিয়তোষ জানান, রোববার কনস্টেবল শিবলুকে সিলেট থেকে গ্রেপ্তারের পর বিকেলে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি দুধপাতিল গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল শিবলুর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ওই ছাত্রীর বাবা।
মন্তব্য করুন