- সারাদেশ
- ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৪
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৪

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ছবি: সমকাল
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে শীহদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফিরছিলেন বিএনপির নেতাকর্মীরা। কলেজের গেটের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ওই সংঘর্ষের পর কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারির শোভাযাত্রায় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে খবর পাওয়া যায়। ওই শোভাযাত্রা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তারা দ্রুত উপজেলা পরিষদে ফিরে যান। শহরের নিমতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, সকালে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন