প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পরের ধনে পোদ্দারি করে’ দেশ চালান না বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘দেশের নিজস্ব যে সম্পদ রয়েছে, তার সুষ্ঠু বণ্টন ও পরিকল্পনার মাধ্যমে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নকলা উপজেলা পরিষদের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

 সংসদ উপনেতা আরও বলেন, ‘আমাদের দেশে অনেকেই বিদেশ থেকে টাকা এনে দোকান খুলেছিলেন। তাদের আজ কী অবস্থা তা সবাই জানেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো কাছে হাত পাতেননি। দেশের টাকা দিয়ে তিনি যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল নির্মাণ করে তিনি বিশ্বকে অবাক করে দিয়েছেন। কমিউনিটি ক্লিনিক করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। প্রতিটি উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় উন্নতি করেছেন। ১৫ টাকা কেজিতে চাল, ১৮ টাকা কেজিতে আটা পাচ্ছেন দেশের কোটি কোটি মানুষ। বিশ্ব অর্থনৈতিক মন্দায় বাংলাদেশ টলেনি। এখনো পর্যন্ত দেশের মানুষ কোন সংকটে পড়েননি।’ 

সমাবেশে নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশে ভিক্ষুকের সংখ্যা অনেক কমেছে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর নয়। মানুষের আয় ও সম্পদ দুটোই বেড়েছে। এখন আর ভিক্ষুক পাওয়া যায় না। ভিক্ষুরা এখন পান্তা ভাত খান না। ধর্মীয় অনুষ্ঠানে ভিক্ষুকদের দাওয়াত করে আনতে হয়।’

নকলা উপজেলায় ১ হাজার হতদরিদ্র, প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণির দেড় হাজার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।