- সারাদেশ
- পাহাড়ে মাইন বানানোর প্রস্তুতি নিচ্ছিল সন্ত্রাসীরা
পাহাড়ে মাইন বানানোর প্রস্তুতি নিচ্ছিল সন্ত্রাসীরা
মর্টার, বিপুল ভারী অস্ত্রসহ গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির মানিকছড়ি ও ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী কাঞ্চননগর বটতলী এলাকা থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ, মাইন তৈরির সরঞ্জামসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সদস্যরা ভোর থেকে টানা ছয় ঘণ্টা বটতলীর গহিন অরণ্যে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদসহ আটক সন্ত্রাসীদের সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। দুপুর আড়াইটার দিকে তাদের ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল পারভেজ মোস্তফা। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
অভিযানকালে একটি একে-৪৭ রাইফেল, চারটি মর্টার, একটি পয়েন্ট ২২ এমএম রাইফেল, একটি এম-১ রাইফেল, পাঁচ জোড়া সেনা পোশাক, একটি চায়না পিস্তল, একটি এলজি শর্ট ব্যারেল, এলজি রাইফেলের ৩৬টি গুলি, একে-৪৭ রাইফেলের সাতটি গুলি, এম-১ রাইফেলের ২৪টি গুলি, ২৪টি, ছয়টি মোবাইল ফোন সেট, ভারতীয় মুদ্রা, দুটি ওয়াকিটকি, ছয়টি বাউন্ডার, মাইন তৈরির সরঞ্জামাদি ও ৩৭টি কাচের বোতল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কাঞ্চননগর বটতলী এলাকার গহিন অরণ্যে সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে খবর পেয়ে শনিবার ভোর ৪টা থেকে সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনী। সকাল ১০টা পর্যন্ত টানা ছয় ঘণ্টার অভিযানে পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের আস্তানায় একটি ঘরের চৌকির নিচে বিপুল অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পাওয়া যায়।
স্থানীয় সূত্র বলছে, আটক ব্যক্তিরা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন মগ পার্টির সদস্য। তবে এ বিষয়ে সেনাবাহিনী কিংবা পুলিশ কোনো তথ্য দেয়নি। ফটিকছড়ি থানার ওসি মাসুদ ইবনে আনোয়ার জানান, তাঁরা আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা হবে।
মন্তব্য করুন