- সারাদেশ
- শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক তাজুল
শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক তাজুল

মো. আবু সাঈদ ও মো. তাজুল ইসলাম
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্ধারিত সময়ে ২৫১ জন ভোটারের মধ্যে ২৪৬ জন ভোট দেন। রাতে ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, অ্যাডভোকেট মো. আবু সাঈদ ১৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হানিফ মিয়া পেয়েছেন ৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সরদার আজিজুর রহমান রোকন পেয়েছেন ১১৩ ভোট।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে মো. কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে মো. মৃধা নজরুল কবির, সহ-সাধারণ সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে মো. নুরুল হক হাওলাদার, অৰ্থ সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে মো. আবুল কাশেম সরদার, অডিট সম্পাদক পদে ১৫৭ ভোট পেয়ে মো. জসিমউদ্দিন নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে মো. আলমগীর হোসেন হাওলাদার, ড. আমিনুল ইসলাম, আবুল কাশেম ফজলুল হক, আতাউর রহমান সোহেল ও মো. শহিদুল ইসলাম সজিব নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন