- সারাদেশ
- হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পেলেন ভুক্তভোগীরা
হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পেলেন ভুক্তভোগীরা

ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার কথা বলে ৯ ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের হস্তক্ষেপে ফেরত দিয়েছে দালালচক্র।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দালালের খপ্পরে পড়া উপজেলার চৌডালা ইউনিয়নের ৯ জন ভুক্তভোগী ইউএনও’র কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আনসার সদস্যরা দালালচক্রের ৩ সদস্যকে আটক করে। পরে আটক দালাল চক্র ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেয়। পরে মুচলেকা নিয়ে তারা ছাড়া পান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন বলেন, উপজেলায় কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন